
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। ইতিমধ্যে দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে নিয়োগ দিয়েছে তারা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অভিনেতা পলাশের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে নোয়াখালি এক্সপ্রেস। যেখানে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির মালিকও।
নোয়াখালীর অধিনায়ক হিসেবে জাকের আলী অনিকের নাম শোনা যাচ্ছিলো। তবে ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতন সাফ জানিয়েছেন অধিনায়ক হিসেবে জাকের আলীকে পছন্দ নয় তার।
তিনি বলেন, ‘জাকের আলী অনিককে অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। যেটা বাস্তবতা জাকেরের থেকে আমি চাইবো নবিকে নিয়ে বা কুশাল মেন্ডিসকে নিয়ে। আমাদের ম্যানেজমেন্ট আছে আমরা চেষ্টা করব তাদেরকে নেওয়ার (অধিনায়কত্ব দেওয়ার)।’
বজলুর রহমান রতন আরও বলেন, ‘তবে অধিনায়ক হিসেবে তো দুই তিনটা চয়েজ আছে আমাদের। যেহেতু কোচ আছে খালেদ মাহমুদ সুজন। আমাদের একটা প্ল্যান আছে ওনাকে আমাদেরকে সাজেশন দেওয়ার আছে। আমাদের সৌম্য সরকারও আছে।’