
ওপেনার যশ্বসী জয়সওয়ালের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম দিন শেষে ৯০ ওভারে ২ উইকেটে ৩১৮ রান করেছে ভারত। জয়সওয়াল ১৭৩ রানে অপরাজিত আছেন।
শুক্রবার (১০ অক্টোবর) দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। লোকেশ রাহুলকে নিয়ে ৫৮ রানের সূচনা করেন জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকানের শিকার হওয়ার আগে ৩৮ রান করে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেন রাহুল।
এরপর ওয়েস্ট ইন্ডিজ বোলারদের হতাশায় ডুবিয়েছেন জয়সওয়াল ও তিন নম্বরে ব্যাট হাতে নামা সাই সুদর্শন। দ্বিতীয় উইকেট জুটিতে ৩০৬ বলে ১৯৩ রান যোগ করেন তারা। এ সময় ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির স্বাদ পান জয়সওয়াল।
দিনের তৃতীয় সেশনে জয়সওয়াল-সুদর্শনের জুটি ভাঙেন ওয়ারিকান। ১২টি চারে ১৬৫ বলে ৮৭ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সুদর্শন। দলীয় ২৫১ রানে সুদর্শন ফেরার পর ভারতের রানের চাকা সচল রাখেন জয়সওয়াল ও অধিনায়ক শুভমান গিল। দিন শেষে ৬৭ রানে অবিচ্ছিন্ন থাকেন তারা।
জয়সওয়াল ১৭৩ ও গিল ২০ রানে অপরাজিত আছেন। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের ওয়ারিকান ৬০ রানে ২ উইকেট নেন। আহমেদাবাদে প্রথম টেস্ট ইনিংস ও ১৪০ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।