
ব্রাজিলে ছুটি কাটাতে গিয়ে হঠাৎই শারীরিক সমস্যায় পড়ে হাসপাতালে যান রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল জাতীয় দলের কিংবদন্তি লেফট ব্যাক রবার্তো কার্লোস। চিকিৎসকরা প্রথমে শুধু পায়ের রক্তনালি পরীক্ষা করতে চেয়েছিলেন। তবে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে তার পুরো শরীরের এমআরআই করা হলে দেখা যায়, হৃৎপিণ্ডের একটি বড় অংশ সঠিকভাবে কাজ করছে না। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় জরুরি অস্ত্রোপচারের।
পরিকল্পনা অনুযায়ী এই প্রক্রিয়াটি শেষ হওয়ার কথা ছিল প্রায় ৪০ মিনিটে। কিন্তু অপারেশনের সময় কিছু জটিলতা দেখা দেওয়ায় সময় লাগে প্রায় তিন ঘণ্টা। ক্যাথেটার স্থাপনের মাধ্যমে হৃদযন্ত্রের সমস্যা সারানো হয়। চিকিৎসক দলের দীর্ঘ প্রচেষ্টায় অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়।
৫২ বছর বয়সী কার্লোস অস্ত্রোপচারের পর এখন স্থিতিশীল আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে কমপক্ষে ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। আপাতত তার অবস্থা আশঙ্কামুক্ত। প্রাথমিকভাবে জানানো হয়েছে, এটি বড় কোনো স্থায়ী জটিলতা নয়।
কার্লোসের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, পুরো চিকিৎসা প্রক্রিয়ায় পরিবারের সদস্যরা হাসপাতালে ছিলেন এবং রিয়াল মাদ্রিদ ক্লাবের প্রতিনিধিরাও নিয়মিতভাবে যোগাযোগ রাখছেন। ভক্তদের আতঙ্ক দূর করতে কার্লোস নিজেই এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছেন, ‘আমি এখন ভালো আছি এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি।’