
গত ৯ সেপ্টেম্বর পর্দা উঠেছে এশিয়া কাপের। দুই দিন পর টুর্নামেন্টটি শুরু হচ্ছে বাংলাদেশের। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে টাইগাররা।
এশিয়া কাপে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ ব্যাটিংয়ে। টি-টোয়েন্টি ফরম্যাটে বড় শট খেলতে না পারায় বারবার সমালোচনায় পড়তে হয় টাইগারদের। তবে ছক্কা হাঁকানোর চেয়ে স্মার্ট ক্রিকেট খেলায় বেশি নজর দিচ্ছেন অধিনায়ক লিটন দাস।
বুধবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আপনি যখন বড় বড় ছয় মারবেন এটা একটা প্লাস পয়েন্ট। আপনি জানেন যেকোনো বিপদে, পরিস্থিতি থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আমার মনে হয় আমাদেরকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে, শুধু ছয় মারার চেষ্টার থেকে, আপনাকে এটা বুঝতে হবে প্রতি ম্যাচে ছয় মারলেই চলবে না। আপনাকে বুঝতে হবে বাউন্ডারি কতখানি আছে, প্রতিপক্ষ কেমন।’
তিনি আরও বলেন, ‘আপনি কয়েকটা গেইম যদি দেখেন সাম্প্রতিক সময়ে—আমরা টপ অর্ডাররা খুব ভালো পারফর্ম করেছি। মিডল অর্ডারের হাতে খুব বেশি একটা দায়িত্ব আসেনি। আমি বিশ্বাস করি মিডল অর্ডারের হাতে যখনই দায়িত্ব আসবে তারা ঘুরে দাঁড়াবে। আগেও করেছে এবং তারা করে দেখাবে।’