
মঙ্গলবার রাত থেকে মাঠে গড়িয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। নতুন ফরম্যাটের লড়াইয়ে প্রথম ম্যাচ থেকে রোমাঞ্চ ছড়ায়। যা গেল আসরেও আঁচ পাওয়া গিয়েছে। নতুন মৌসুমের প্রথম রাতের ম্যাচগুলোতে দেখা গেল সেই চিত্র। ছয় ম্যাচে হয়েছে ২৩ গোল। যেখানে এক জুভেন্টাস এবং বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচে হয়েছে ৮ গোল। যদিও ম্যাচটিতে কোন দল মাঠ ছাড়তে পারেনি জয় নিয়ে। দুই দলই মাঠ ছেড়েছে ৪-৪ গোলের ড্র নিয়ে।
অন্যদিকে জয়ের সঙ্গে সঙ্গে বিতর্ক মাথায় নিয়ে নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হওয়া অলিম্পিক মার্সেইর বিপক্ষে ম্যাচে ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের ২২তম মিনিটে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। যদিও নিজেদের গুছিয়ে নিতে খুব একটা বেগ পেতে হয়নি জাভি আলোনসোর শিষ্যদের।
২৮তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফিরিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ৮১তম মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নিয়ে যান ফরাসি তারকা। রিয়াল মাদ্রিদ মাঠ ছাড়ে ২-১ গোলের জয় নিয়ে। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে ৬৩ পেনাল্টি পেয়েছে রিয়াল মাদ্রিদ। যা চ্যাম্পিয়নস লিগের এক দলের সর্বোচ্চ পেনাল্টি পাওয়ার রেকর্ড।
পরশু রাতে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে বড় ম্যাচ ছিল জুভেন্টাস এবং বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ৪-২ গোলে এগিয়ে ছিল জামার্ন ক্লাবটি। তখনই দৃশ্যপটে হাজির হন দুসান লাহোভিচ। ম্যাচের ৯৪ মিনিটে দ্বিতীয়বারের মতো ডর্টমুন্ডের জালে বল এই সার্বিয়ান ফরোয়ার্ড। তখনো ম্যাচের আসল রোমাঞ্চ বাকি ছিল। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার শেষ বাঁশি বাজানোর আগেই লয়েড কেলির দুর্দান্ত হেডে সফরকারীদের জালে বল জড়ান তিনি। তাতে ৪-৪ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
এছাড়াও একই রাতে মাঠে নেমেছিল আজারবাইজানের ক্লাব কারাবাগের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগিজ ক্লাব বেনফিকা। শক্তিমত্তায় পিছিয়ে থাকা কারাবাগের বিপক্ষে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে বেনফিকা। তাতে কপাল পুড়ল ব্রুনো লাগের। ম্যাচ হেরে চাকরি হারালেন তিনি। তার জায়গা ফেনারবাচে থেকে বরখাস্ত হওয়া হোসে মরিনহোর হাতে দেওয়া হতে পারে বেনফিকার দায়িত্ব।
আজ রাতেও রয়েছে ছয় ম্যাচ। যেখানে নিউক্যাসেলের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। যদিও কোমরের ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন বার্সার সবচেয়ে বড় তারকা লামিনে ইয়ামাল। ম্যাচটি রাত ১টায় নিউক্যাসেলের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত হবে। এছাড়াও আজ রাতে একই সময় মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও নেপোলি।