
আয়ারল্যান্ডের এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন সাকিব মাহমুদ। চোটের কারণে এই পেসারকে পাচ্ছে না ইংলিশরা। তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে ইসিবি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচে মাঠে নামেননি তিনি। চোটের কারণে লম্বা বিরতিতে যেতে হচ্ছে তাকে।
ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, হাঁটুর চোটে ভুগছেন সাকিব। এই চোট সারাতে অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে। ফলে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে।
আয়ারল্যান্ড সফরের জন্য সাকিব মাহমুদের জায়গায় ডাক পেয়েছেন স্কটল্যান্ডের পেসার স্কট কারি। ২৪ বছর বয়সী এই পেসার আঠারো মাস আগে দুবাইয়ে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন-২ এ স্কটল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে খেলেছিলেন। এবার তিনি ডাক পেলেন ইংল্যান্ড দলে।