
পর্তুগিজ কিংবদিন্ত কোচ হোসে মরিনহো, কৌশলগত দিক থেকে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি মেজাজ হারানোর জন্য দর্শক মহলে সমানভাবে আলোচিত ও সমালোচিত। ফেনারবাহচে থেকে বরখাস্ত হওয়ার পর নিজের প্রথম ক্লাব বেনফিকার ডাগ আউটে ফেরার পাশাপাশি আবারও ফিরলেন নিজের চেনা ছন্দে। ৬২ বছর বয়সী মরিনহো এখনো স্বপ্ন দেখেন পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার।
লিগা গর্তুগালের নিজেদের ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারি সার্জিও গুয়েলহোলের তীব্র সমালোচনা করেন মরিনহো। এক পর্যায়ে গুয়েলহোরের ‘কোনো ব্যক্তিত্ব নেই’ বলে ক্ষোভ জাড়েন বেনফিকা বস। কেননা ম্যাচের ৯১ মিনিটে দ্বিতীয়বারের মতো রিও অ্যাভেরের জালে বল জড়ায় বেনফিকা।
তবে ভিডিও রেফারির হস্তক্ষেপে সেই গোলটি বাতিল করা হয়। তাতে মেজাজ হারান মরিনহো। সেই সঙ্গে নতুন ফুটবল তার পছন্দ বলে নয় বলে তিনি বলেন, ‘যদি পায়ের আঙুলে সামান্য ধাক্কার কারণে গোল বাতিল হয়ে যায়, তবে এই নতুন ফুটবল আমার পছন্দ নয়। কিন্তু এটি আমাদের এটি মেনে নিতে হবে। আমরা চেষ্টা চালিয়ে গিয়েছিলাম এবং অবশেষে গোল পেয়েছি, কিন্তু যখন আমরা একটি গোল করতে পারিনি তখন আমরা হার মেনে নিয়েছি। এটি অত্যন্ত অগ্রহণযোগ্য।’