
চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টেও ফাইনালে উঠেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ পর্যায়ের বাফুফে একাডেমি দল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সেমিফাইনালে হেনান প্রভিন্সিয়াল হাই স্কুল ফুটবল দলকে ৪-০ গোলে হারিয়েছে বাফুফে একাডেমি দল।
ম্যাচের ১৩ মিনিটে গোল করে এগিয়ে দেন রনি। এর ৪ মিনিটে পর ব্যবধান দ্বিগুণ করেন তাহসান। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে বাফুফে একাডেমি। স্বপন ও হেদায়েত ৪৪ ও ৫৫ মিনিটে গোল করলে বাংলাদেশ ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
চীনের লিজাং থেকে বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন, ‘আগামীকাল ফাইনালে আমাদের প্রতিপক্ষ ইউহান অনূর্ধ্ব-১৭ দল। গ্রুপ পর্বে আমরা ১-০ গোলে হেরেছিলাম। এবার আমরা ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চাই।’
এর আগে চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাফুফে একাডেমি দল। এরপর শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারায় তারা।
তৃতীয় ম্যাচে ইউহানের বিপক্ষে বাংলাদেশ হারলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। গতকাল কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জয়ের পর আজ সেমিফাইনালে ৪-০ গোলে জিতে ফাইনালে উঠে বাংলাদেশ।