
মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংঘাত চায় না। তবে তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ মার্কিন স্বার্থ রক্ষা করবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জুনয়ের সঙ্গে ফোনে আলোচনা করেছেন মার্কিন যুদ্ধমন্ত্রী।
আলোচনার পর পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধমন্ত্রী ‘হেগসেথ স্পষ্ট করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংঘাত চায় না এবং তারা চীনের শাসনব্যবস্থা পরিবর্তন বা শ্বাসরোধের চেষ্টাও করছে না।’
বিবৃতিতে বলা হয়, হেগসেথ একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়েছেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। এটি অগ্রাধিকারমূলক অবস্থান এবং দৃঢ়ভাবে সেই স্বার্থ রক্ষা করা হবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আলোচনাটি ‘স্পষ্ট এবং গঠনমূলক’ ছিল। হেগসেথ এবং চীনা মন্ত্রী পরবর্তীতে আরও আলোচনার জন্য সম্মত হয়েছেন।