
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক লোকদের হত্যার সংখ্যা বৃদ্ধি নিয়ে একজন চীনা রাষ্ট্রবিজ্ঞানীর সঙ্গে ইসরায়েলি কর্মকর্তার উত্তেজনাপূর্ণ বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল হয়েছে।
সম্প্রতি ‘বেইজিং জিয়াংশান ফোরাম’-এ চীনা রাষ্ট্রবিজ্ঞানী ইয়ান জুয়েতং এবং ইসরায়েলি দূতাবাসের সামরিক অ্যাটাশে এলাদ শোশানের মধ্যে এই বাকবিতণ্ডা হয়।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাজায় শিশু ও নারীসহ বেসামরিক নাগরিকদের হত্যার সময় ইসরায়েল ‘নৈতিক দিকনির্দেশনা হারিয়ে ফেলেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’ বলে অভিযোগ করছেন অধ্যাপক ইয়ান।
ফুটেজের শুরুতে দেখা যায়, গাজার বিরুদ্ধে এলাদ শোশান ইসরায়েলি যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন, যুদ্ধ অব্যাহত রয়েছে কারণ, হামাস এখনো ইসরায়েলিদের জিম্মি করে রেখেছে।
জবাবে চীনা পণ্ডিত বলেন, ‘আপনাদের সেনাবাহিনীর উচিত ছিল সন্ত্রাসীদের গুলি করা, শিশুদের নয় – নারীদের নয়। যখন আপনি শিশু এবং নারীদের গুলি করেন, তখন আপনি যে কোনো পদক্ষেপ নেওয়ার বৈধতা হারিয়ে ফেলেন।’
২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ৬৫ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। তবে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনসহ ইসরায়েলি বিশেষজ্ঞরাও নিহতের সংখ্যা ১ লাকেরও বেশি বলে দাবি করেছেন।
ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি অফিসার দাবি করছেন, সেনাবাহিনী বেসামরিক হতাহতের সংখ্যা কমানোর চেষ্টা করে। তখন চীনা অধ্যাপক এই মন্তব্য প্রত্যাখ্যান করে বলেন, ‘তোমরা ৭০ হাজারেরও বেশি বেসামরিক লোককে হত্যা করেছ।’
শোশান নিজের মতো করে এই মৃত্যুর সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করলে ইয়ান বলেন, ‘সত্যটি আপনার মাধ্যমে নির্ধারিত হয় না, এগুলো আন্তর্জাতিক সম্প্রদায় নির্ধারিত করে – আপনার সরকার নয়। সত্য কী তা নির্ধারণ করার কোন বৈধতা আপনার সরকারের নেই।’
চীনে অধ্যাপক আরও বলেন, ডাকাতদের না মেরে ব্যাংকের কর্মী ও গ্রাহকদের প্রথমে হত্যা করে, ব্যাংক ডাকাতি মোকাবেলা করা যাবে না।
এ সময় ইসরায়েলি কর্মকর্তা বিষয়টির সমাধান সম্পর্কে জানতে চাইলে ইয়ান বলেন, ইসরায়েলের উচিত দ্বি-রাষ্ট্র সমাধানে সম্মত হওয়া এবং ফিলিস্তিনিদের সঙ্গে একসঙ্গে কাজ করা।
‘জিম্মিরা মুক্তি পেলেই যুদ্ধ শেষ হবে’ – এই ধরণের ইসরায়েলি যুক্তি সম্পর্কে ইয়ান বলেন, এটি এক ধরণের প্রচারণা… কিছু ইসরায়েলি ছাড়া এটিতে কেউ বিশ্বাস করে না।
“Your government has no legitimacy and the right to decide or defend what is fact”
Chinese political scientist Yan Xuetong challenged former Israeli military commander Elad Shoshan over Israel’s assaults on Gaza, including the killing of Palestinian civilians, women, and… pic.twitter.com/fL2QHedE7Z
— TRT World (@trtworld) September 19, 2025