
গত ৭ আগস্টে প্রকাশিত নারী ফিফা র্যাংকিংয়ে ২৪ ধাপ উন্নতি করে ১২৮ থেকে ১০৪ তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চার মাস পর প্রকাশিত নারী ফিফা র্যাংকিংয়ে ৮ ধাপ পিছিয়ে ১১২ নম্বরে নেমে গেছে বাংলার মেয়েরা।
গত তিন মাসের মধ্যে চার ম্যাচ খেলেছে আফঈদা-ঋতুপর্ণারা। চার ম্যাচের মধ্যে চারটিই হেরেছে তারা। অক্টোবর উইন্ডোতে থাইল্যান্ডে দুই প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ গোলের ব্যবধানে হারে পিটার বাটলারের শিষ্যরা।

এরপর ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ ও আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে হারে। চার ম্যাচের হারের প্রভাব পড়েছে র্যাংকিংয়ে।

ফিফা র্যাংকিংয়ের শীর্ষে আছে স্পেন, যুক্তরাষ্ট্র দুইয়ে। এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে জাপান, আছে ৮ নম্বরে। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে শীর্ষে ভারত (৬৭)। নেপালও আছে বাংলাদেশের ওপরে, ৮৯ নম্বরে।