
২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব লক্ষ্যমাত্রা আরও ৫৫ হাজার কোটি টাকা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ঘোষণায় বলা হয়েছে, চলতি অর্থবছরের শুরুতে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা। ফলে আগামী সাত মাসে এই পুরো লক্ষ্য অর্জনের দায়িত্ব পড়বে এনবিআরের ওপর।
এনবিআরের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৯ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ১২.৬০ শতাংশ।
তবে একই সময়ে আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে। গত বছরের একই সময়ে রাজস্ব প্রবৃদ্ধি ছিল ১৫.৫৪ শতাংশ, আর এই অর্থবছরে প্রবৃদ্ধি ইতিবাচক থাকলেও লক্ষ্যমাত্রার সঙ্গে ব্যবধান বাড়ায় চাপ বাড়ছে রাজস্ব প্রশাসনের ওপর।