
অন্যান্য সব দেশেই ফুটবল লিগ শুরু হয়ে গেছে। বাংলাদেশের লিগ আজ শুরু হবে। ফুটবল লিগ এবার নতুন নামে শুরু হবে। গতকাল বাফুফে নতুন নাম ঘোষণা করেছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ নাম পরিবর্তন করে বাংলাদেশ ফুটবল লিগ নামে করা হয়েছে। আজ থেকে এই নামে চলবে দেশের ফুটবলের শীর্ষ লড়াই। প্রিমিয়ার শব্দটাই বাদ দিয়েছে। প্রিমিয়ার শব্দের মধ্যে আভিজাত্য রয়েছে। এই শব্দে শীর্ষস্থানে বিচরণের একটা গন্ধ থাকে।
২০০৬ সালে প্রথম বি লিগ নামে শুরু হলেও পরে সেটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামকরণ করা হয়েছিল। সেই নামেই চলে আসছিল লিগ। এবার হঠাৎ করে কি কারণে নাম পরিবর্তন করা হলো বাফুফে থেকে তা বলা হয়নি। ক্লাবগুলো জানতে পেরেছে নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার দিনের প্রথম ভাগে বাফুফের জরুরি সভায় প্রস্তাব দেওয়া হয়। পরে সেটি সিনিয়র সহ-সভাপতি এবং বাফুফের সভাপতি মিলে অনুমোদন দিয়েছেন বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগ, কয়েক ঘণ্টা আগে নাম পরিবর্তন করে হাস্যকর বানিয়ে ফেলেছে। সন্তান জন্ম হওয়ার আগেই নাম নির্ধারণ করে ফেলেন মা-বাবা। আর বাফুফে দেশের সর্বোচ্চ লিগের নাম বদলে দিল ২০ ঘণ্টা আগে। খেলা শুরু হবে আজ পৌনে ২টায়।
ক্লাবগুলো বলছে নাম পরিবর্তনে কি লাভ হচ্ছে, ক্লাবগুলোর কোনো লাভ নেই। নতুন নামে প্রস্তুতিতে ব্যস্ত বাফুফে। আজ খেলা শুরু হবে অথচ পৃষ্ঠপোষক ঘোষণা করতে পারেনি। গত কয়েক মৌসুম লিগের পৃষ্ঠপোষক ছিল বসুন্ধরা গ্রুপ। এবার কি নতুন কেউ আসছে, নাকি বসুন্ধরা গ্রুপই থাকছে বলা হয়নি।
ক্লাবগুলোর আপত্তি আছে লিগের ফিকশ্চার নিয়ে। লিগের ফিকশ্চার করার আগে ক্লাবগুলোর সঙ্গে মিটিং হতো। এখন সেটি হয় না ফিকশ্চার তৈরি করে ক্লাবগুলোর কাছে পাঠিয়ে দেয় বলে জানিয়েছে মোহামেডান-আবাহনী।
একটি সফটওয়্যারের মাধ্যমে বাফুফে র্যানডম পদ্ধতিতে ফিকশ্চার করে। কিন্তু এই পদ্ধতি কীভাবে অনুসরণ করা হয়েছে সেটি নাকি কোনো ক্লাবের জানা নাই। র্যানডম পদ্ধতিতে ফিকশ্চার করার সময় কোনো ক্লাবকে আগে থেকে জানানো হয় না। ফিকশ্চার করার সময় ক্লাব প্রতিনিধিরাও থাকেন না। আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপু জানিয়েছেন তারা ফিকশ্চার পেয়েছেন, এর বেশি কিছু জাননে না। কি পদ্ধতিতে করা হয়েছে সেটিও তারা জানা নেই। মোহামেডানের ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিবেরও একই কথা।
সাধারণত ফিকশ্চার হয় চ্যাম্পিয়ন ১ নম্বর দল বনাম টেবিলের ১০ নম্বর দল। টেবিলের ২ নম্বর দল খেলবে ৯ নম্বর দলের বিপক্ষে। কিন্তু বাফুফে একটা পদ্ধতি বের করে বলছে সফটওয়্যারের মাধ্যমে করা হয়েছে যার সঙ্গে যারা খেলা পড়ে। কিন্তু ক্লাব কর্মকর্তারা বলছেন একাধিক সফটওয়্যার রয়েছে। আপনি আপনার সুবিধা মতো একটা বেছে নেবেন। এখন সেটি ক্লাবগুলোর পছন্দ হলো কি হলো না। ক্লাবগুলো আদৌ বিষয়টি বুঝতে পারল কি পারল না, সেটা বাফুফের কাছে গুরুত্বপূর্ণ নয়। ক্লাবগুলো বলছে ফিকশ্চার পাঠিয়ে দিয়েছে এবার খেলো। ‘এসব নিয়ে ক্লাবগুলোর মধ্যে চাপ্য অসন্তোষ রয়েছে।
মোহামেডান-আবাহনীর বাইরেও ক্লাব আছে। সেই কর্মকর্তারাও একই কথা বলছেন। যে নিয়মটি সাধারণ মানুষ বুঝতে পারে সেটি প্রচলন করা উচিত। এভাবেই চলে আসছে খেলা। কোন দেশে কী নিয়ম, কোন দেশে কীভাবে চলে সেটি বড় কথা নয়। ফিফার নিয়ম অনুসরণ করে খেলাটা উন্নয়নমূলক কিনা, সেটাই গুরুত্বপূর্ণ কোনো ক্লাব যদি চায়, শুরুতে তারা ছোট ছোট বা কম শক্তির দলের বিপক্ষে খেলে খেলে পরে বড় দলের বিপক্ষে খেলবে।
ক্লাবগুলো মনে করে সফটওয়্যারের মাধ্যমে সেই সুযোগ গ্রহণেরও পথ থাকে। মোহামেডান বর্তমান লিগ চ্যাম্পিয়ন দল। সাধারণ নিয়মে খেলা হলে মোহামেডান খেলবে ১০ নম্বর দল পিডব্লিউডির বিপক্ষে। এই নিয়মটা সবাই সহজেই বুঝতে পারে। কিন্তু এবার লিগে মোহামেডানকে প্রথম ম্যাচ খেলতে হবে ফর্টিস এফসির বিপক্ষে। প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস খেলবে পিডব্লিউডির বিপক্ষে।
খেলতে হবে সেই তারা কিংবা ১০ তারা পিডব্লিউডি কিংবা ফকিরেরপুলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এসব কিছু নিয়ে ক্লাবগুলোর মধ্যে চাপা অসন্তোষ। লিগের আয়োজন করবে, অথচ ক্লাবগুলোর সঙ্গে কথা বলবে না। এসব নিয়ে বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ নির্বাহী কমিটির জরুরি সভায় সোচ্চার ছিলেন
ভেন্যু
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম, গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়াম, মুন্সীগঞ্জে ফ্লাইট লেঃ মতিউর রহমান (বীর উত্তম) স্টেডিয়াম, ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম।
ফিকশ্চার
২৬ সেপ্টেম্বর
রহমতগঞ্জ-আবাহনী (২টা ৪৫, মুন্সীগঞ্জ) ফকিরেরপুল-আরামবাগ (২টা ৪৫, মনিকগঞ্জ)
২৭ সেপ্টেম্বর
পিডব্লিউডি-বসুন্ধরা কিংস (২টা ৪৫, গাজীপুর), ফর্টিস এফসি-মোহামেডান (২টা ৪৫, ঢাকা), ব্রাদার্স ইউনিয়ন-পুলিশ এফসি (২টা ৪৫, মুন্সীগঞ্জ)
১৯ অক্টোবর
ফকিরেরপুল-রহমতগঞ্জ (২টা ৪৫, মানিকগঞ্জ), আবাহনী-ব্রাদার্স (২টা ৪৫, কুমিল্লা), পুলিশ-মোহামেডান (২টা ৪৫, গাজীপুর)