
চলতি জুলাই মাসে একগুচ্ছ ফোল্ডিং স্মার্টফোন বাজারে আসছে। ভাঁজযোগ্য নতুন অ্যান্ড্রয়েড লঞ্চ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং চীনা সংস্থা ভিভো। সংশ্লিষ্ট ফোনগুলোতে থাকছে কী কী সুবিধা? স্মার্ট লুকের নিরিখে এগিয়ে কে? গ্রাহকদের মধ্যে এই নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা।
এই মাসের তৃতীয় সপ্তাহে দুটি ফোল্ডিং স্মার্টফোন বাজারে আনার কথা রয়েছে স্যামসাংয়ের। সেগুলো হচ্ছে, জ়েড ফ্লিপ ৭ এবং জ়েড ফোল্ড… বিস্তারিত