
দক্ষিণ কোরিয়ায় আসন্ন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠক হতে পারে। সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে এ কথা জানিয়েছেন।
২০১৯ সালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উচ্চ-পর্যায়ের শীর্ষ বৈঠক হয়েছিল। কিন্তু এতে কোনো ফল না আসায় পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপড়েন আরও জটিল হয়ে ওঠে।
এরপর থেকে উত্তর কোরিয়া বারবার নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়ানো নিয়ে কথা বলে আসছে। তবে কিম সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে পুনরায় সংলাপ শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন।
নিউ ইয়র্কে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এএফপিকে বলেন, অক্টোবরের শেষের দিকে শুরু হতে যাওয়া এপেক সম্মেলনের ফাঁকে এ বৈঠক আলোচনা হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা ট্রাম্প-কিমের সম্ভাব্য বৈঠকের স্থান সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।