
ঘানার একটি স্টেডিয়ামে সেনাবাহিনীতে নিয়োগের বাছাই অনুষ্ঠানে জনতার ভিড়ের কারণে পদদলিত হয়ে কমপক্ষে ছয় জন প্রাণ হারিয়েছেন। এ সময় আরও ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
বুধবার (১২ নভেম্বর) ঘানার সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মর্মান্তিক ভিড়ের কারণ হলো ‘নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘন করে ছুটে আসা আবেদনকারীদের অপ্রত্যাশিত ঢেউ’।
বিবিসির প্রতিবেদন অনুসারে, সেনাবাহিনীতে যোগদানের আশায় হাজার হাজার মানুষ রাজধানী আক্রার এল-ওয়াক স্টেডিয়ামে সমবেত হয়েছিল।
সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশটির যুব বেকারত্বের হার প্রায় ৩২%। এই ধরনের নিয়োগ ইভেন্টগুলোতে সাধারণত প্রচুর ভিড় জমে যায় এবং প্রায়শই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
সেনাবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ভেরোনিকা অ্যাডজো আরহিন বলেন, অনুষ্ঠানটি শুরু হওয়ার নির্ধারিত সময়ের আগেই এই দুর্ঘটনা ঘটে।
এদিকে, আহতদের দেখতে ওইদিন বিকেলেই ঘানার প্রেসিডেন্ট জন মাহামা ঘটনাস্থলে ছুটে যান। তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।