
কলকাতা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাট করতে নেমে ঘাড়ে চোট পেয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। শেষ পর্যন্ত আর ব্যাট করতে পারেননি তিনি। ৩ বলে ৪ রান করে রিটার্ড হার্ট হয়ে ফিরে যান গিল। প্রথম ইনিংসে আর ব্যাটিংয়ে নামতেই পারেননি ভারতের অধিনায়ক।
শনিবার (১৫ নভেম্বর) লোকেশ রাহুল ১৩ ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। দিনের শুরুটা বেশ ভালোই করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭৫ রানে ৮২ বলে ২৯ রান করে ফিরে যান সুন্দর।
এরপর ক্রিজে আসেন গিল। তিন বল খেলে সুইপ করে একটি চার মারেন তিনি। এরপরই অসস্তি বোধ করেন। মাঠে ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর মাঠ ত্যাগ করেন গিল।
শেষ পর্যন্ত ৬২ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে ভারত। গিল আর ব্যাট করতে না নামায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ৩০ রানের লিড পায় ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে দক্ষিণ আফ্রিকা।