
জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-র শুটিং সদ্য শেষ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। আপাতত ছুটিতে ছিলেন। বাড়িতে বসে নিশ্চিন্তে টেলিভিশন দেখছিলেন। হঠাৎই শারীরিকভাবে অস্বস্তি শুরু হয়। বেঁকে যাচ্ছিল মুখ। পরে পরীক্ষা করে জানা যায়, ‘ব্রেন স্ট্রোক’ হয়েছে অভিনেত্রীর। মাত্র কয়েক সেকেন্ডে যে এমন ঘটে যেতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেননি অভিনেত্রী কিংবা তার পরিবার।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল বুধবার (৩ সেপ্টেম্বর) ঘটেছে এই ঘটনা। অভিনেত্রীর স্বামী ইন্দ্রনীল মল্লিক জানান, তার স্ত্রীর কোনো শারীরিক অসুস্থতা ছিল না। একেবারেই সুস্থ ছিলেন। কীভাবে হঠাৎ ‘ব্রেন স্ট্রোক’ হলো, তা নিয়ে এখনও দ্বিধা-দ্বন্দ্বে গোটা পরিবার।
ইন্দ্রনীল বলেন, রোববারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এখন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে কমপক্ষে ১৫ দিন।
ভাগ্যিস ছুটিতে ছিলেন সায়ন্তনী। শুটিংয়ের মাঝে এমন ঘটনা ঘটলে আরও বিপদের মুখে পড়তে হতো বলে জানান ইন্দ্রনীল। তার কথায়, ‘ইশ্বর রক্ষা করেছেন আমাদের।’
এদিকে, ইনস্টাগ্রামে হাসপাতালের একটি ছবি শেয়ার করেছেন সায়ন্তনী। যে ছবিতে দেখা যাচ্ছে, ইন্দ্রনীলকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন সায়ন্তনী। মুখে-চোখে অসুস্থতার ছাপ।
সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘তোমাকে ছাড়া আমার বাঁচা সম্ভব হত না। ঈশ্বরকে ধন্যবাদ।’
বর্তমানে বাড়িতেই বিশ্রামে আছেন অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শ মেনে আগামী কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি।