
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করছে চট্টগ্রাম রয়্যালস। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়েছিল তারা। এবার সিলেট টাইটান্সকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বন্দর নগরীর দলটি। এই জয়ে ওয়ারিয়র্সকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো চট্টগ্রাম।
রোববার (৪ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক সিলেটকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। চট্টগ্রামের বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে সিলেট।
একমাত্র আজমতউল্লাহ ওমরজাই ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। ৪১ বলে ৪৪ রান করেন এই আফগান অলরাউন্ডার। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি। এতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে সিলেট। চট্টগ্রামের পক্ষে শেখ মেহেদী ও মির্জা বেইগ নেন ২টি করে উইকেট।
১২৭ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে সাবলীল ব্যাটিং করতে থাকেন চট্টগ্রামের দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রশিংটন। ওপেনিং জুটিতেই ১১৫ রান সংগ্রহ করেন তারা। এতেই জয়ের ভীত পেয়ে যায় চট্টগ্রাম। ফিফটি পূরণের পর ৫২ রানে থামেন নাঈম শেখ।
এরপর সাদমান ইসলামকে নিয়ে জয় নিশ্চিত করে মাঠে ছাড়েন রশিংটন। ৭০ রানে অপরাজিত থাকেন তিনি। আর সাদমান অপরাজিত থাকেন ৭ রানে।