
গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করার ইসরায়েলি পরিকল্পনা ঘোষণার পর নৌবহরের সুরক্ষার জন্য বৈশ্বিক আহ্বান জানিয়েছে অন্যতম বৃহৎ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এক্স-পোস্টে পোস্টে সংস্থাটি বলেছে, ‘গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার মুখে দেশগুলোর ক্রমাগত নিষ্ক্রিয়তা বিশ্বজুড়ে কর্মীদের অবরোধ ভাঙার জন্য শান্তিপূর্ণ পদক্ষেপ নিতে বাধ্য করেছে।’
এতে বলা হয়, ‘দেশগুলোর দায়িত্ব নৌবহরের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা। নৌবহর রক্ষার জন্য তাদের চাপ বাড়াতে হবে এবং ইসরায়েলের গণহত্যা ও বেআইনি অবরোধ চিরতরে বন্ধ করার দাবি জানাতে হবে।’
মার্কো রুবিওকে মার্কিন কংগ্রেস সদস্যদের আহ্বান
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কংগ্রেসের প্রায় ২০ জন সদস্য একটি চিঠিতে সই করেছেন। যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে গাজার অবরোধ ভাঙতে চাওয়া নৌবহরটিকে রক্ষা করার আহ্বান জানানো হয়েছে।
রাশিদা তালাইবের নেতৃত্বে এবং ইলহান ওমর, গ্রেগ ক্যাসার এবং আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের মতো ব্যক্তিত্বদের সই চিঠিতে বলা হয়েছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেসামরিক যাত্রীদের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
রুবিওকে সরাসরি সম্বোধন করে কংগ্রেস সদস্যরা বলেন, এই গ্রীষ্মে ইসরায়েল যখন ম্যাডলিন এবং হান্দালা নৌবহর আটকে দেয়, তখন তিনি কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হন।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘এই জাহাজগুলোতে থাকা ২৪ জন আমেরিকান নাগরিক মার্কিন নেতৃত্বের আরেকটি ব্যর্থতা সহ্য করতে পারবেন না। আইন স্পষ্ট: গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বা এর বেসামরিক ক্রুদের ওপর যে কোনো আক্রমণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট এবং স্পষ্ট লঙ্ঘন। বিদেশি আক্রমণ থেকে নাগরিকদের রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে।’
As the Gaza-bound Global Sumud Flotilla – the largest initiative of its kind – is expected to enter a high-risk zone in the Mediterranean where Israeli forces may attempt to intercept it as they did before.
The flotilla, carrying urgently needed food, medicine, and humanitarian… pic.twitter.com/EtnqBNIcq0— Amnesty International (@amnesty) October 1, 2025
Source link