
ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু ঘিরে চলছে নানা জল্পনা। ঘটনাটি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র বা খুন এই প্রশ্ন এখন লাখো ভক্তের মনে। দিন দিন ঘটনাটি মোর নিচ্ছে নতুন নতুন বাঁকে। এরই মধ্যে গ্রেপ্তার হলেন গায়কের চাচাতো ভাই সন্দীপন গার্গ। তিনি আসামের একজন পুলিশ অফিসার।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুরে গত ১৯শে সেপ্টেম্বর রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয় জুবিন গার্গের। সেসময় গায়কের সাথে ছিলেনই গায়কের চাচাতো ভাই ভাই সন্দীপন গার্গ। মৃত্যুর তদন্তে আসামের পুলিশ অফিসার সন্দীপনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআইটি প্রধান তথা স্পেশাল ডিজিপি (সিআইডি) মুন্না প্রসাদ গুপ্তা এএনআইকে বলেন, ‘গায়ক জুবিন গার্গের মৃত্যু মামলায় সন্দীপন গার্গ নামে এক এপিএস অফিসারকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশের সিআইডি।
এখন পর্যন্ত নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের মূল অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, তার ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, সহ-গায়ক অমৃতপ্রভা মহন্ত এবং এখন সন্দীপন গার্গ সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
এর মাঝে জুবিনের মৃত্যু তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলকে (এসআইটি) গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আরেক জনপ্রিয় সংগীত পরিচালক ও জুবিনের দীর্ঘদিনের সহকর্মী মানস রবিন।
বুধবার এসআইটি-র সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে রবিন বলেন, ‘আজ এসআইটির কাছে গেলাম এবং তাদের হাতে কিছু জরুরি তথ্য তুলে দিয়েছি। আমি বিভিন্ন জায়গা থেকে এই তথ্যগুলো জোগাড় করেছি। আমার বিশ্বাস, এই উপাদানগুলো তদন্তকারী দলকে সঠিক পথে চলতে এবং জুবিনের মতো আমাদের প্রিয় শিল্পীর এমন অকাল ও রহস্যময় মৃত্যুর পেছনের সত্যটা বের করতে সাহায্য করবে।’