
ঘরোয়া ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ফেডারেশন কাপ। গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে নতুন মৌসুমের ড্র। যেখানে একই গ্রুপে পড়েছে দেশের দুই জায়ান্ট ক্লাব বসুন্ধরা কিংস এবং লিগ চ্যাম্পিয়ন মোহামেডান। গেল মৌসুমে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন কিংস এবং লিগ কাপের চ্যাম্পিয়ন মোহামেডান। দুই চ্যাম্পিয়ন দলের ম্যাচ নিয়ে ইতিমধ্যে দেশের ফুটবল সমর্থকদের মধ্যে শুরু হয়েছে রোমাঞ্চ!
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১০ দল অংশগ্রহণ করছে। গত লিগের স্ট্যান্ডিং অনুযায়ী ১০ দলকে পাঁচ পটে ভাগ করা হয়েছে। পঞ্চম পট থেকে ড্র শুরু হয়েছে। প্রতি পট থেকে তোলা প্রথম দলটি ‘বি’ গ্রুপে স্থান পেয়েছে। সবার শেষে হয়েছে প্রথম পটের ড্র। গত লিগে মোহামেডান চ্যাম্পিয়ন ও আবাহনী রানার্স আপ ছিল।
যদিও একই পটে দেশের জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী দুই দলের এক গ্রুপে পড়ার সুযোগ ছিল ক্ষীণ। প্রথম পট থেকে মোহামেডানের নাম আগে উঠায় ‘বি’ গ্রুপের প্রথম দল হয়েছে। দ্বিতীয় পট থেকে আগে উঠেছিল বসুন্ধরা কিংস। তাতে কিংস ও মোহামেডান পড়েছে একই গ্রুপে। লিগ পাঁচ ভেন্যুতে হলেও ফেডারেশন কাপ বসুন্ধরা কিংস অ্যারেনা এবং কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপ হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেল মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন সুলেমান দিয়াবাতে। ১৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছেন রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং। তিনি নতুন মৌসুমে দল বদল করে মোহামেডানে এসেছেন। এছাড়াও সেরা কোচ হয়েছেন মোহামেডানের কোচ আলফাজ আহমেদ।
এ গ্রুপ: আবাহনী, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল, পিডব্লিউডি।
বি গ্রুপ: আরামবাগ, বাংলাদেশ পুলিশ, ফর্টিজ, বসুন্ধরা কিংস ও মোহামেডান।