
টালিউড অভিনেত্রী ও সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় এক গাড়িচালকের হাতাহাতির ঘটনা ঘটেছে। ওই ঘটনার সময় সুদীপার সঙ্গে ছিল তার ছেলে আদিদেব চট্টোপাধ্যায়।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সুদীপা তার ছেলেকে নিয়ে বালিগঞ্জ থেকে নিউটাউনে দাদার বাড়ি যাচ্ছিলেন অ্যাপ ক্যাবে চড়ে। মাঝপথে মিষ্টির দোকানের সামনে চালককে দাঁড়াতে বলার পরই বাধে যত বিপত্তি।
সুদীপা বলেন, ‘বলেছিলাম পাঁচ মিনিট মিষ্টির দোকানে দাঁড় করাতে। তখনই চালক বলেন আরও একটা স্টপ যোগ করতে। কিন্তু দুমিনিটের জন্য আমি সেটা করব কেন? তাও বলেছিলাম আমি জানি না কী করে করতে হয়, আপনি করে দিন। সেই থেকে তর্ক-বিতর্কের শুরু।’
সুদীপার ভাষ্য, তিনি বন্ডেল রোড দিয়ে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে পার্ক সার্কাস থেকে মা উড়ালপুল ধরে নিউটাউন যাওয়ার কথা চালককে জানিয়েছিলেন। কিন্তু চালক তাতেও সমস্যা তৈরি করেন বলে দাবি করেছেন সুদীপা।
তিনি বলেন, ‘গাড়ি অন্য দিকে নিয়ে চলে যাচ্ছিল। আমায় নোংরা ভাষায় আক্রমণ করে। বলে, মজা দেখাব। আমায় মারতে আসেন, তখন আমিও চুপ থাকিনি, ওর পিঠে ঘুষি দিয়েছি।’
এর মধ্যে থানায় গিয়ে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তিনি।
কলকাতার টেলিভিশন স্টেশন জি বাংলার রান্নাঘরের সঞ্চালনা করে এক সময়ে ঢাকা-কলকাতা দুই বাংলাতে ব্যাপক জনপ্রিয় হন সুদীপা। তবে তাকে জড়িয়ে বিতর্কও কম নেই।
বছর কয়েক আগে ঢাকায় একটি রান্নার অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের মানুষের তোপের মুখে পড়েছিলেন সুদীপা।
ওই অনুষ্ঠানে বাড়িতে অতিথি এলে পুরনো খাবার দিয়ে তিনি ফ্রিজ পরিষ্কার করেন বলায়, কটাক্ষের শিকার হয়েছিলেন।