
ফিলিস্তিনের গাজা সিটিতে হামাসের এক স্নাইপারের গুলিতে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহত সেনার নাম মাইকেল মরদেখাই নাখমানি (২৬)। তিনি দিমোনা এলাকার বাসিন্দা ছিলেন এবং আইডিএফ-এর প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ বিভাগের অধীন ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন।
বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি নিয়ে মিশরে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে আলোচনার অগ্রগতির মধ্যেই এই স্নাইপার হামলার ঘটনাটি ঘটল। এর আগে ইসরায়েলের মন্ত্রিসভা গাজার সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। আগামী একদিনের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হবে এবং তিন দিনের মধ্যে বন্দিদের মুক্তি দেওয়ার কথা রয়েছে। এই সমঝোতাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের জন্য এক কূটনৈতিক ও নৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।
সূত্র: টাইমস অফ ইসরায়েল