
গাজা যুদ্ধ বন্ধ সংশ্লিষ্ট ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তিকে স্বাগত জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। তিনি ‘পবিত্র ভূমিতে শান্তির আশা’ প্রকাশ করেছেন।
রোববার (১২ অক্টোবর) ক্যাথলিক প্রার্থনার পর লিও বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে শান্তি প্রক্রিয়া শুরু করার চুক্তি পবিত্র ভূমিতে আশার আলো জাগিয়েছে। আমি জড়িত পক্ষগুলোকে সাহসের সঙ্গে তাদের বেছে নেওয়া পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছি – একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির দিকে, যা ইসরায়েলি এবং ফিলিস্তিনি জনগণের বৈধ আকাঙ্ক্ষাকে সম্মান করে।’
তিনি ইউক্রেনের সংঘাতের অবসানের আশাও প্রকাশ করেছেন। তিনি বলেন, ইউক্রেনের বেশ কয়েকটি শহর এবং বেসামরিক অবকাঠামোতে নতুন করে সহিংস হামলার ঘটনা ঘটেছে। এর ফলে শিশুসহ নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। আমার হৃদয় বছরের পর বছর ধরে যন্ত্রণা ও বঞ্চনার মধ্যে বসবাসকারী দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি রয়েছে।
গাজা চুক্তি
গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মিশরে ইসরায়েল-হামাস আলোচনায় শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বিষয়ে একটি চুক্তি হয়েছে।
মার্কিন নেতার মতে, প্রথম পর্যায়ে অদূর ভবিষ্যতে সমস্ত বন্দিকে মুক্তি দেওয়া এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের ব্যবস্থা করা হয়েছে।
চুক্তি এগিয়ে যাওয়ার মধ্যে সোমবার (১৩ অক্টোবর) মিশরে একটি শান্তি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ট্রাম্প এবং বেশ কয়েকজন ইউরোপীয় নেতা এতে অংশ নেবেন।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা হোসান বাদরানের মতে, হামাস এই সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।