
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেছেন, গাজার ১৬ হাজার ৫০০ জনেরও বেশি মানুষের জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক্স-পোস্টে তিনি বলেন, গাজা থেকে ১৯ জন গুরুতর অসুস্থ রোগী এবং ৯৩ জন সঙ্গীকে চিকিৎসার জন্য ইতালিতে সরিয়ে নেওয়া হয়েছে।
ঘেব্রেয়েসুস বলেন, ‘আমরা আরও দেশকে গাজা থেকে রোগীদের গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। কেননা ১৬ হাজার ৫০০ জনেরও বেশি লোকের এখনো জরুরি চিকিৎসা প্রয়োজন, যা গাজায় পাওয়া যায় না।’
তিনি প্রয়োজনে রোগীদের স্থানান্তরের সুবিধার্থে সমস্ত পথ – বিশেষ করে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমের ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং হামাস একটি শান্তি পরিকল্পনার চুক্তিতে পৌঁছেছে। প্রথম পর্যায়ে মধ্যে সমস্ত বন্দিদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের একটি রেখার বাইরে প্রত্যাহার করা হয়েছে। ১০ অক্টোবর সকাল ৯টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে ইসরায়েল গাজায় প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালিয়েছে।
অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় সবশেষ নিহতের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭২ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়।
আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।