
গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ। একজন কর্মকর্তা বলেছেন, সমঝোতা অনুযায়ী আইডিএফ জিম্মি হস্তান্তর ও ফেরত আনার প্রস্তুতি নিয়েছে।
ইসরায়েল নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা পনের মিনিটের মধ্যেই জিম্মি মুক্তি শুরু হবে বলে নিশ্চিত করেছেন। “সমঝোতা অনুযায়ী আইডিএফ জিম্মি হস্তান্তর ও ফেরত আনার জন্য প্রস্তুতি নিয়েছে। তবে সময় কিছুটা এদিক সেদিক হতে পারে,” বলেছেন ওই কর্মকর্তা।
ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছে, এর আগে জিম্মিরা যে প্রক্রিয়ায় মুক্তি পেয়েছিলেন এবারেও তাই হবে। জিম্মিদের আইডিএফের হাতে হস্তান্তর করবে রেড ক্রস। পরে তাদের ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক ঘাঁটিতে নেওয়া হবে।
জেরুজালেম থেকে বিবিসির সংবাদদাতা টম বেনেট জানাচ্ছেন, হামাসের হাত থেকে জিম্মিদের গ্রহণের জন্য গাজার উত্তরাঞ্চলের পথে রয়েছে রেড ক্রস। সেখানেই তাদের হেফাজতে জিম্মিদের দেওয়া হবে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।
এরপর রেডক্রস তাদের গাজার একাংশে নিয়ে যাবে যে এলাকাটি ইসরায়েলি আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।
জিম্মিদের নেওয়া হবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রেইম সামরিক ঘাঁটিতে। সেখানে মুক্তি পাওয়া জিম্মিরা তাদের পরিবারের সদস্যদের সাথে মিলিত হবেন। সেখান থেকে তাদের হাসপাতালে নেওয়া হবে। এজন্য ইসরায়েল বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।