
দেশজুড়ে গরমের তীব্রতা বাড়ছে। হেমন্তের শুরুতে দিনের বেলা তীব্র গরম, আর রাতের দিকে হালকা ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এমন পরিস্থিতি বেশি চোখে পড়ছে। রাজধানীতেও কয়েক দিন ধরে তাপমাত্রা বেড়ে গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। তবে তার প্রভাব পড়তে অন্তত আরও কয়েক দিন সময় লাগবে। এর আগে পর্যন্ত গরম পরিস্থিতি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ রোববার গণমাধ্যমকে বলেন, সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। একে বৃষ্টি নেই, এর মধ্যে আবার লঘুচাপের এই পরিস্থিতির জন্য তাপমাত্রা বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী মঙ্গলবার লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে।
তিনি আরও বলেন, তাপমাত্রা কমার সম্ভাবনা এখন কম। সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাব বাংলাদেশের উপকূলে খুব বেশি পড়বে, তার সম্ভাবনা কম। তবে দেশের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা কমতে পারে। আগামী শুক্র ও শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে।
এদিকে, চলতি অক্টোবর মাসের শুরুতে নিম্নচাপের কারণে সারা দেশে ভারী বৃষ্টিপাত হয়। তবে মাঝামাঝি সময়ে এসে বৃষ্টির প্রবণতা কমে আসে। গত পাঁচ-ছয় দিন ধরেই বৃষ্টির দেখা নেই বললেই চলে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (১৮ অক্টোবর) দেশের ৫১টি আবহাওয়া স্টেশনের মধ্যে মাত্র ৪টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে।
রোববারও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
কম বৃষ্টির কারণে বাতাসে আর্দ্রতা বাড়ছে না, ফলে গরম অনুভব হচ্ছে বেশি। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলমান থাকতে পারে।