
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ধুঁকছে ভারত। কলকাতা টেস্টের পর গুয়াহাটি টেস্টেও হার চোখ রাঙাচ্ছে স্বাগতিকদের। দলের এমন বাজে পারফরম্যান্সে প্রধান কোচ গৌতম গম্ভীরের ব্যাপক সমালোচনা করেছেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচক কৃষ্ণচামারি শ্রীকান্ত।
দল নির্বাচন নিয়ে গম্ভীরের চরম সমালোচনা করেন শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি বলেন, ‘অক্ষর প্যাটেল (গুয়াহাটি টেস্টে) কেন খেলছে না? সে কি ফিট ছিল না? সব প্রতিযোগিতায় সে ধারাবাহিক ছিল। এত বেশি কাটাকাটি আর পরিবর্তন কেন? গৌতম গম্ভীর যা ইচ্ছা বলতে পারে- আমি গায়ে মাখছি না। আমি সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ছিলাম। আমি জানি আমি কী নিয়ে কথা বলছি।’
ভারতের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না। কুলদীপ যাদব বলেছিল পিচে কিছুই হচ্ছে না। তারপর আমরা আজ (গতকাল) দেখলাম ভারতীয়রা স্লিপে সিমন হার্মার ও কেশাভ মহারাজের বলে ক্যাচ উঠিয়ে দিচ্ছে, আবার মার্কো জেনসেনের বাউন্সারেও আউট হচ্ছে। এমন পিচেও শুধু খাটো লেন্থের বলেই ৫ উইকেট!’
ভারতের ব্যাটিংয়েরও সমালোচনা করেছেন শ্রীকান্ত। শুভমান গিলের অনুপস্থিতে গুয়াহাটি টেস্টের অধিনায়কত্ব করছেন ঋঝভ পন্থ। টেস্টের প্রথম ইনিংসে মার্কো জেনসেনের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন তিনি। শ্রীকান্ত বলেন, ‘তারা বলবে এটা তার স্বাভাবিক খেলা, কিন্তু সে (পন্থ) অধিনায়ক। তার কি ম্যাচের পরিস্থিতি দেখা উচিত ছিল না?’