
১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খানের ঘরে জন্মগ্রহণ করেন সালমান। বিশেষ দিনটি উদ্যাপনে পরিবার এবার মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে জন্মদিন উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, পানভেলের খামারবাড়িতে পরিবার ও বলিউডের কাছের মানুষদের নিয়ে জীবনের বিশেষ দিনটি উদ্যাপন করবেন বলিউড ভাইজান খ্যাত এ তারকা।
তবে তার আগেই ২৬ ডিসেম্বর রাত ১২টা পেরোনোর পর মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এবারের জন্মদিনের প্রথম কেক কাটেন সালমান। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সে মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।
প্রতিবছর মুম্বাইয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে জন্মদিন উদ্যাপিত হলেও নিরাপত্তাজনিত কারণে সালমানের জন্মদিন মুম্বাইয়ের বাইরে আয়োজন করা হচ্ছে।
লাগাতার হত্য্যার হুমকি পাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করা হয়েছে অভিনেতার। সর্বক্ষণ বাড়ি ও বাড়ির বাইরে কঠোর নিরাপত্তার চাদরে থাকেন সালমান। নিরাপদ থাকতে নিরাপত্তা বলয়েই জন্মদিনের আনন্দ উপভোগ করবেন বলিউডের প্রথম সারির এ তারকা।