
এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে হোম ম্যাচ নিয়ে বাফুফের অনেক আয়োজন ছিল। দর্শক কীভাবে খেলাটা দেখবেন, কীভাবে খেলাটা উপভোগ করতে পারেন সবকিছু নিয়ে চিন্তাভাবনা ছিল এবং আয়োজন ছিল। কিন্তু বাংলাদেশের দর্শক কীভাবে ১৪ অক্টোবরের ফিরতি ম্যাচটা দেখবেন, সেটি নিয়ে বাফুফের কোনো পরিকল্পনা দেখা যায়নি।
কর্মকর্তারা দাবি করেছিলেন প্রচুর চাহিদা দর্শক আগ্রহ তাদেরকে উজ্জীবিত করছে। কিন্তু এই দর্শক হোম ম্যাচ দেখলেও অ্যাওয়ে ম্যাচটা কীভাবে দেখবেন সেই ব্যবস্থা করতে পারেনি ফেডারেশন। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছিলেন, বঙ্গো খেলা দেখাবে। টিভিতে দেখানোর চেষ্টা করছেন।
তবে পূর্ব ঘোষণা ছাড়াই বিটিভি বাংলাদেশ-হংকং অ্যাওয়ে ম্যাচ দেখিয়েছে। তবে সেটিও ভালোভাবে দেখাতে পারেনি। খেলা চলছে হঠাৎ বন্ধ। আবার খেলা দেখাচ্ছে, একটু পর নাই হয়ে যাচ্ছে। আবার চালু হয়েছে। দর্শক ভোগান্তির শিকার হয়েছে।
ওটিটি প্ল্যাটফরম বঙ্গোতে খেলার দেখার জন্য যারা চেষ্টা করেছিলেন, শোনা গেছে তারাও ভোগান্তির শিকার হয়েছেন। বারবার খেলা আটকে গিয়েছিল। দীর্ঘ সময় বাফারিং হওয়াতে দর্শক টাকা খরচ করে অনেকে খেলাটাই উপভোগ করতে পারেননি।
বিভিন্ন স্থান থেকে দর্শক ইত্তেফাক অফিসে ফোন করে অভিযোগ জানিয়ে বলেন, বাফুফে কেন অ্যাওয়ে ম্যাচটা দেখার আয়োজন করেনি। হোম ম্যাচ নিয়ে যদি এত কিছুর উদ্যোগ নিয়ে থাকে বাফুফে, তাহলে অ্যাওয়ে ম্যাচেরও চাহিদা থাকবে। সেটাই স্বাভাবিক। অ্যাওয়ে ম্যাচে দর্শকের কথা ভাবেনি বাফুফে।
হোম ম্যাচের মতো হংকং থেকে অ্যাওয়ে ম্যাচটি সরাসরি সম্প্রচারের উদ্যোগটি অনেক আগেই গ্রহণ করতে পারতো বাফুফে। তাহলে অনিশ্চয়তা থাকা ফুটবল দর্শকের এতটা ভোগান্তি হতো না।