
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬০তম জন্মদিনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানান। সে তালিকায় সামিল হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনিও শুভেচ্ছা জানিয়েছিলেন বলিউড কিংয়ের বিশেষ এ দিনে। এবার মমতার শুভেচ্ছা বার্তার উত্তর দিলেন শাহরুখ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২ নভেম্বর অভিনেতার জন্মদিনে ‘এক্স’ হ্যান্ডলে (সাবেক টুইটার) শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন মমতা ব্যানার্জি।
পোস্টে তিনি লেখেন, ‘আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রে তোমার অবদান অপরিসীম। তোমার অভিনয় জীবন আরও বিস্তৃত হোক।’
প্রিয় ‘দিদি’র এই ভালোবাসার বার্তা নজর এড়ায়নি বলিউড বাদশাহর। মমতাকে উদ্দেশ্য করে অভিনেতা লেখেন, ‘মমতা দিদি, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক শুভেচ্ছা। আমি খুব তাড়াতাড়ি কলকাতায় যাব।’
শাহরুখের এই মন্তব্যের পর থেকেই তার অনুরাগীরা দিন গুনতে শুরু করেছেন।
একটা সময় প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকতেন শাহরুখ খান। তবে গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে তাকে ফেস্টিভ্যালে দেখা যায়নি।