
সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) সোমবার এক রোমাঞ্চকর লড়াইয়ে শারজাহ ওয়ারিয়র্সকে ৮ উইকেটে হারিয়ে আসরের শেষ চারে জায়গা নিশ্চিত করেছে মোস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস। ম্যাচে শারজাহর দেওয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে থাকতেই জয় তুলে নেয় দুবাই।
বল হাতে শারজাহর হয়ে তাসকিন আহমেদ ৩.১ ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট শিকার করলেও শেষ রক্ষা হয়নি। অন্যদিকে দুবাইয়ের হয়ে নিয়ন্ত্রিত বোলিং করা মোস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ২৭ রান খরচায় তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে দুবাই ক্যাপিটালস, আর সমান ম্যাচে ষষ্ঠ হারে তালিকার তলানিতেই পড়ে রইল শারজাহ।
ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দুবাই ক্যাপিটালসের অধিনায়ক। শারজাহ ওয়ারিয়র্স ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালে নির্ধারিত ২০ ওভারে বড় কোনো সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। দুবাইয়ের হয়ে মোস্তাফিজুর রহমান শুরুতে অত্যন্ত সাশ্রয়ী বোলিং করেন এবং প্রথম ৩ ওভারে মাত্র ১৫ রান খরচ করেন।
যদিও শেষ পর্যন্ত এক উইকেট নিলেও তার ইকোনমি রেট ছিল ঈর্ষণীয়। শারজাহর ব্যাটাররা দুবাইয়ের বোলারদের তোপের মুখে পড়ে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি, যা দুবাইয়ের শক্তিশালী ব্যাটিং লাইআপের সামনে খুব একটা চ্যালেঞ্জিং ছিল না।
শারজাহর হয়ে বল হাতে দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন তাসকিন আহমেদ। প্রথম ওভারেই অধিনায়ক টিম সাউদির নেওয়া একটি ব্যর্থ রিভিউয়ের পর দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করেন তিনি। এরপর একাদশ ওভারে নিজের দ্বিতীয় স্পেলে এসে তিন-তিনটি বাউন্ডারিসহ ১৮ রান বিলিয়ে দেন তাসকিন, যার সবকটিই নেন দুবাইয়ের ওপেনার শায়ান জাহাঙ্গীর।
তবে ম্যাচের শেষের দিকে নিজের তৃতীয় ওভারে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ান এই টাইগার স্পিডস্টার। সেই ওভারের প্রথম দুই বলে ৫ রান দিলেও তৃতীয় বলে লিউস দু প্লয়কে বোল্ড করে ম্যাচে প্রাণ ফিরিয়েছিলেন তিনি। পরবর্তী তিনটি ডট বল দিয়ে দুবাইয়ের ওপর চাপ সৃষ্টি করলেও অন্য প্রান্তে টিম সাউদি সেই চাপ ধরে রাখতে ব্যর্থ হন।
ম্যাচের শেষ ২ ওভারে দুবাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। তবে কিউই পেসার টিম সাউদির করা ১৯তম ওভারে টানা চারটি চারসহ ১৮ রান তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের পকেটে পুরেন জর্ডান কক্স। শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৩ রান দরকার থাকা অবস্থায় তাসকিনের করা প্রথম বলেই ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রভম্যান পাওয়েল।
দুবাইয়ের পক্ষে ম্যাচসেরা জর্ডান কক্স ৫০ বলে ৬১ রানে অপরাজিত থাকেন এবং ওপেনার শায়ান জাহাঙ্গীর খেলেন ৩৯ বলে ৫১ রানের কার্যকর ইনিংস। তাসকিনের ৩.১ ওভারের বোলিং ৯.১৬ ইকোনমি রেটে ২৯ রান দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়, যা শারজাহর হারের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।