Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

ক্যাম্পবেল-হোপের ব্যাটে ইনিংস হার এড়ানোর স্বপ্ন ওয়েস্ট ইন্ডিজের

ক্যাম্পবেল-হোপের ব্যাটে ইনিংস হার এড়ানোর স্বপ্ন ওয়েস্ট ইন্ডিজের ক্যাম্পবেল-হোপের ব্যাটে ইনিংস হার এড়ানোর স্বপ্ন ওয়েস্ট ইন্ডিজের
ক্যাম্পবেল-হোপের ব্যাটে ইনিংস হার এড়ানোর স্বপ্ন ওয়েস্ট ইন্ডিজের


ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে পড়ায় ফলো-অনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে জন ক্যাম্পবেল ও শাই হোপের দারুণ লড়াইয়ে ইনিংস হার এড়ানোর স্বপ্ন দেখছে ক্যারিবীয়রা।

রোববার (১২ অক্টোবর) তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেট হাতে নিয়ে ৯৭ রানে পিছিয়ে সফরকারীরা। প্রথম ইনিংসে ভারতের ৫১৮ রানের জবাবে ২৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

Khary Pierre's off stump was sent cartwheeling by Jasprit Bumrah, India vs West Indies, 2nd Test, Delhi, 3rd Day, October 12, 2025

দিল্লিতে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে শেষে ৪ উইকেটে ১৪০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেট হাতে নিয়ে ৩৭৮ রানে পিছিয়ে ছিল ক্যারিবীয়রা।

তৃতীয় দিন ভারতের স্পিনার কুলদীপ যাদবের ঘূর্ণিতে বাকী ৬ উইকেটে ১০৮ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে না পারায় ২৪৮ রানে অলআউট হয় ক্যারিবীয়রা।



দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন আগের দিন আউট হওয়া অ্যালিক আথানাজে। এছাড়া এন্ডারসন ফিলিপ অপরাজিত ২৪, খারি পেইরে ২৩ ও তেভিন ইমলাচ ২১ রান করেন।

ভারতের কুলদীপ ৮২ রানে ৫ উইকেট নেন। ১৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন কুলদীপ। এছাড়া রবীন্দ্র জাদেজা ৩ উইকেট নেন।



প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসের শুরুতে ৩৫ রানে ২ উইকেট হারায় তারা। ত্যাগনারায়ান চন্দরপল ১০ ও আথানাজে ৭ রানে আউট হন। এরপর ভারতের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ক্যাম্পবেল ও হোপ। তাদের প্রতিরোধে রান বড় হতে থাকে ওয়েস্ট ইন্ডিজের। 

চলতি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ব্যাটার হিসেবে হাফ-সেঞ্চুরির দেখা পান ক্যাম্পবেল। এরপর কাঙ্ক্ষিত হাফ-সেঞ্চুরির দেখা পান হোপ। ৩২ ইনিংস পর হাফ-সেঞ্চুরির ইনিংস খেললেন তিনি। সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারিতে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন হোপ।



হাফ-সেঞ্চুরির পরও নিজেদের ইনিংস বড় করেছেন ক্যাম্পবেল ও হোপ। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দিন শেষ করেছেন তারা। তৃতীয় উইকেটে হার না মানা ১৩৮ রান যোগ করেছেন ক্যাম্পবেল ও হোপ। চলতি সিরিজে এই প্রথম শতরানের জুটি গড়ল ওয়েস্ট ইন্ডিজ। এ বছর খেলা সাত টেস্টে যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি ক্যারিবীয়দের।

চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ১৪৫ বলে ৮৭ রানে অপরাজিত আছেন ক্যাম্পবেল। অন্যদিকে, ১০৩ বলে অনবদ্য ৬৬ রান করেছেন হোপ। ভারতের মোহাম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর ১টি করে উইকেট নেন।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
টোলের ৩০৯ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

টোলের ৩০৯ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

Next Post
গত রাতের হামলার পর ২০০ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের

গত রাতের হামলার পর ২০০ আফগান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের

Advertisement