
১ বলে প্রয়োজন ৩ রান। ক্রিজে নতুন ব্যাটার খারি পিয়েরে। সাইফ হাসানের বলটি উপরের দিকে তুলে পিয়েরে। দৌড়ে গিয়ে সহজ ক্যাচটি নিতে পারলেন না বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসান সোহান। ততক্ষনে শাই হোপকে নিয়ে ২ রান করে ফেললেন পিয়েরে। আর এতেই বাংলাদেশের দেওয়া ২১৪ রানের লক্ষ্য ছুতে না পারলেও ছুয়েছে টাইগারদের করা ২১৩ রান।
আর এতেই তিন ফরম্যাট মিলিয়ে নিজেদের ৮১৩ ম্যাচের ইতিহাসে প্রথমবার টাইয়ের সম্মুখীন হয় বাংলাদেশ। সুপার ওভারে গিয়ে আর পারল না টাইগাররা। ১ রানে জিতে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।
সুপার ওভারে মুস্তাফিজের ৬ বলে ক্যারিবিয়ানরা রাদারফোর্ডকে হারিয়ে ১০ রান তোলে। ৬ বলে ১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন সৌম্য আর সাইফ। হোয়াইট আর নো বলে ২ রান নিয়ে কোনো বল ছাড়াই ৪ রান তুলে ফেলে বাংলাদেশ। তারপরও ৬ বলে বাকী ৭ রানের সমীকরণ মেলাতে পারেননি সৌম্য, সাইফ, শান্ত। শেষ পর্যন্ত ৯ রান তুলতে পারে আকিল হোসেনের ওভারে।