
শোকের ছায়া নেমে এসেছে বিপিএলে। শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচের ২০ মিনিটে আগে ওয়ার্ম আপ করছিলেন দুই দলের ক্রিকেটাররা। এ সময় হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী এই কোচ।
মাঠে জাকিকে সিপিআর দেওয়া হয়। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরি পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
দেশের ক্রিকেটে মাহবুব আলীর পথচলা লম্বা সময় ধরে। ২০২০ সালে শরীফুল–তানজিমদের জেতা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে তিনি ছিলেন বাংলাদেশের বয়সভিত্তিক দলটির পেস বোলিং কোচ। দেশের বহু পেসারের খুঁটিনাটি সমস্যায়ও মাহবুব ছিলেন সমাধানের জায়গা।
মাহবুব আলীর মৃত্যুতে স্তব্ধ হয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে পেসার শরীফুল ইসলাম লেখেন, ‘খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না—আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়—প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।’
এছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘কোচ মাহবুব আলী জাকির মৃত্যুসংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত। আমি আমার পেশাদার ক্রিকেটের প্রথম দিন থেকেই তাকে চিনতাম এবং তার সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলো আমার মনে আছে। তার শেষ মুহূর্তও কেটেছে একটি ক্রিকেট মাঠে, তার সবচেয়ে প্রিয় কাজে। তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’
বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘জাকি ভাই, জীবনে আপনার সঙ্গে বোলিং নিয়ে কতবার কথা বলেছি তার কোনো হিসাব নেই। বোলিংয়ের বায়োমেকানিক্স সম্ভবত বাংলাদেশে আপনিই সবচেয়ে ভালো বুঝতেন। আজ আপনি আপনার প্রিয় সেই মাঠ থেকেই বিদায় নিলেন। ওপারে ভালো থাকবেন ভাই। মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন, আমিন…।’
বর্তমানে বিগ ব্যাশে ব্যাস্ত থাকা রিশাদ হোসেন লিখেছেন, ‘সুদূর অস্ট্রেলিয়াতে যখন শুনছি মাহবুব আলী জাকি স্যার আর আমাদের মাঝে নেই, অনেক কষ্ট অনুভব করছি। স্যারের সাথে আমাদের তৎকালীন অনূর্ধ্ব-১৯ দলের একটা আলাদা ভালোবাসার জায়গা ছিল। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন।’