
ভারতীয় ক্রিকেটে এক যুগের দাপট শেষে ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনেরই বয়স পেরিয়েছে ৩৫। এখন শুধু ওয়ানডে ক্রিকেটেই ভারতের হয়ে খেলেন তারা। এমন অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের বেতন কমানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। অন্যদিকে উল্টো পথে উঠতে পারেন নতুন অধিনায়ক শুবমান গিল।
বর্তমানে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটাগরিতে আছেন কোহলি-রোহিত, সঙ্গে রয়েছেন জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর গত জুনে দুজনই বিদায় নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। এ বছরের মে মাসে টেস্টকেও বিদায় বলেছেন দুই তারকা। গত মৌসুমে অতীত পারফরম্যান্স বিবেচনায় ‘এ+’-এ রাখা হলেও এবার টেস্ট না খেলার কারণে তাদের বেতন ২ কোটি রুপি করে কমানোর প্রস্তাব উঠেছে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোহলি-রোহিতের কেন্দ্রীয় চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ওয়ানডে-নির্ভর ক্রিকেটার হওয়ায় দুজনকে ‘এ+’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হতে পারে।
অন্যদিকে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের ওয়ানডে ও টেস্ট দলের নতুন অধিনায়ক শুবমান গিলকে ‘এ’ থেকে ‘এ+’ ক্যাটাগরিতে উন্নীত করার সুপারিশ করা হয়েছে। ‘এ+’ ক্যাটাগরির ক্রিকেটাররা বছরে পান ৭ কোটি রুপি, আর ‘এ’ ক্যাটাগরির বেতন ৫ কোটি রুপি।
৩৭ ও ৩৮ বছর বয়সী রোহিত ও কোহলি এখনও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ১৪তম ওয়ানডে বিশ্বকাপ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন দুই তারকাই। কোহলি করেছেন ৩০২ রান—গড় ১৫১, স্ট্রাইক রেট ১১৭.০৫, যার মধ্যে ২ সেঞ্চুরি ও ১ ফিফটি। রোহিত করেছেন দুটি ফিফটি।