
জার্মানির বুন্দেসলিগায় অনন্য রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। এই ইংলিশ স্ট্রাইকার মাত্র ৭৮ ম্যাচে ১০০ গোলে অবদান রেখে এই ইতিহাস গড়েছেন। এই অসাধারণ রেকর্ডের মাধ্যমে তিনি অনেক পিছনে ফেলেছেন আগের রেকর্ডধারী আরিয়েন রোবেনকে (১১৯ ম্যাচ)।
রোববার (২১ ডিসেম্বর) হেইডেনহেইমের মাঠে লিগের ম্যাচে ৪-০ গোলে জয় পায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলের চতুর্থ গোলটি করেন কেইন। এই গোলের মাধ্যমে অনন্য মাইলফলক স্পর্শ করেন ৩২ বছর বয়সী ইংল্যান্ড অধিনায়ক।
সব প্রতিযোগিতায় এই মৌসুমে এখন পর্যন্ত বায়ার্নের জার্সিতে ২৫ ম্যাচে ৩০ গোল করেছেন কেইন। বুন্দেসলিগায় ১৫ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৯টি। এছাড়া ক্লাবের জার্সিতে ১৯টি অ্যাসিস্টসহ মোট ১০০ গোলে সরাসরি অবদান রেখেছেন এই ইংলিশ ফরোয়ার্ড।
এমন মাইলফলক স্পর্শ করে বেশ উচ্ছ্বসিত কেইন। ম্যাচ শেষে সম্প্রচার সংস্থাকে তিনি বলেন, ‘সবার উপরে থেকে বছর শেষ করতে পেরে ভালো লাগছে। নতুন বছর শুরুর আগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছি। শীতের ছুটিতে বিশ্রাম নিয়ে ২০২৬ সালে আবার মাঠে নামার অপেক্ষায় আছি।’