
খেলাধুলায় জার্মানির কথা উঠলে ফুটবল উঠে আসে, বাংলাদেশের মানুষ ফুটবলের কথাটা বেশি শোনেন। সেখানকার মানুষ কাবাডি খেলছেন। বিশ্বকাপ নারী কাবাডিতে খেলতে বাংলাদেশে এসেছে জার্মানি। তারা কখনো কাবাডি খেলেননি। মাত্র দুই বছর আগে নারী কাবাডি খেলতে শুরু করেছেন।
যারা ঢাকায় এসেছেন তারা কেউ রাগবি খেলেন, কেউ কিকবক্সার খেলেন আবার কেউ ইউএফসি খেলেন (আল্টিমেট ফাইট চ্যাম্পিয়নশিপ)। জানালেন ভারতীয় কোচ সোমবির গুরা। তিনি বলেন, ‘ইউএফসি খেলাটা অনেকটাই কিকবক্সিংয়ের মতো। রাগবী খেলোয়াড়ও আছেন আমাদের দলে।’ প্রথমবার বিশ্বকাপ কাবাডিতে খেলছে জার্মানি। ভারতীয় কাবাডি কোচ দায়িত্ব পালন করছেন।
জার্মানি নারীরা ভারতীয় তিন কোচের কাছে তালিম নিচ্ছেন। একই সঙ্গে তারা কর্মকর্তা। এই তিন ভারতীয়রা এখন জার্মানির স্থায়ী বাসিন্দা। তারা একটা সময় ভারতীয় কাবাডিতে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেন। ভারতে জন্ম নেওয়া কোচ কর্মকর্তারা ১০ বছর ধরে জার্মানিতে অবস্থান করছেন, জার্মানির পাসপোর্ট পেয়েছেন। নারী কাবাডি উন্নয়নে চেষ্টা করছেন। তারা জানিয়েছেন জার্মানিতে এখন ১০০ নারী কাবাডি খেলোয়াড় তৈরি হচ্ছে। ক্লাব হয়েছে তিনটা। খুব বেশি সময় হয়নি তারা কাবাডি শুরু করেছে।
তবে যেভাবে কাজ করছেন তাতে খুব দ্রুতই উন্নত হওয়ার আশা রাখছেন ভারতীয় কোচ সোমবির গুরা। কোচের দাবি জার্মানিতে নারী কাবাডি হয় না। তিনি বলেন, ‘রাগবী জনপ্রিয় খেলা জার্মানিতে।’ জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বার্লিন, ফ্রাঙ্কপোর্ট, মিউনিখসহ ৬টা দল খেলবে জানান। কোচ জানিয়েছেন তারা ন্যাশনাল কাবাডি একাডেমি গড়ছেন নুরেমবার্গ শহরে।
জার্মানির খেলোয়াড়রা কাবাডি খেলে তারা টাকা পান না। কোচ জানিয়েছেন স্পন্সর নেই। সরকারের কাছ থেকে অর্থ পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখন কীভাবে কাবাডি চলছে? কোচ বলেন, ‘আমাদের নিজের পকেট থেকে টাকা দিয়ে চালাতে হচ্ছে। তিন ভারতীর মধ্যে একজন রয়েছেন তিনি জার্মানিতে কাবাডি ফেডারেশনের সভাপতি হয়েছেন। তারা সরকারের কাছ থেকে অর্থ সহযোগিতা পেতে চেষ্টা করছেন। এখন আমাদের খেলোয়াড়রা কাবাডি খেলাটা শিখছে। যেভাবে তারা উন্নত করছে আমরা বলতে পারি এবার ঢাকায় সাফল্য পাব না। তবে আগামী বিশ্বকাপ জিতব আমরা।
দুই বছর আগে কাবাডি শুরু করেছে। এখনো শিখছে। এতে আগামী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কীভাবে। কোচ সোমবির গুরা আত্মবিশ্বাস নিয়ে বলছেন তারা আরও ব্যাপকভাবে কাবাডির উন্নয়নে কাজ করছেন। আগামীতে বিশ্বকাপ জিতবে জার্মানি। নারী কাবাডি খেলোয়াড় ছাড়াও পুরুষ কাবাডি খেলোয়াড় রয়েছে জার্মানিতে।