
দেশের ফুটবলে জনপ্রিয় ক্লাব বসুন্ধরা কিংস। পথচলার শুরু থেকে জনপ্রিয়তা লাভ করতে থাকে ক্লাবটি। মাঠ-টেনিং গ্রাউন্ড কিংবা খেলোয়াড়দের থাকার ব্যবস্থা, সবকিছুই দেশের অন্য ক্লাবগুলোর চেয়ে বেশ এগিয়ে। সম্প্রতি সময়ে মাঠ এবং মাঠের বাইরে আগের অবস্থানে নেই কিংস।
দেশি কিংবা বিদেশি খেলোয়াড়-কোচ সবারই বকেয়া রাখছে ক্লাবটি। দীর্ঘদিন ক্লাব থেকে অর্থ না পেয়ে ক্ষোভে অনেকে ক্লাব ছাড়ছেন। অনেকে অভিযোগ করেছেন ফিফার কাছে। আবার অনেকে মুখ বুঝে সব সহ্য করছেন। এমন অভিযোগগুলোর কারণে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা বসুন্ধরা কিংসের ওপর নজর রাখছে বেশ ভালোভাবেই।
ফিফার অফিসিয়াল ট্রান্সফার ব্যান লিস্টে গেল এক সপ্তাহে দুইবার নাম উঠেছে কিংসের। সবশেষ ৬ নভেম্বরের পর গতকাল আবারও তিনটি ট্রান্সফার ব্যান যুক্ত হয়েছে কিংসের পাশে। এখন পর্যন্ত সমমিলিয়ে সাতবার বসুন্ধরা কিংসকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।
তবে এই সব বিষয়ে যেন কোনো মাথাব্যথা নেই কিংস কর্তাদের। ব্যান লিস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করারও কোনো তাড়া নেই ক্লাবটির।