
এশিয়া কাপে সুপার ফোর পর্বে উত্তেজনা চূড়ান্তে। ইতোমধ্যে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টেবিলে ভালো অবস্থানে রয়েছে। অন্যদিকে ভারত হারিয়েছে পাকিস্তানকে।
সুপার ফোরে পয়েন্ট টেবিল বর্তমানে এমন:
-
বাংলাদেশ: ১ ম্যাচ, ১ জয়, ২ পয়েন্ট
-
ভারত: ১ ম্যাচ, ১ জয়, ২ পয়েন্ট
-
শ্রীলঙ্কা ও পাকিস্তান: ১টি করে ম্যাচে হেরে এখনও পয়েন্টশূন্য
আজ (২৩ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই ম্যাচের ফলাফলের ওপরও নির্ভর করছে বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা। তবে প্রশ্ন উঠছে—কে জিতলে বাংলাদেশের সবচেয়ে বেশি লাভ?
শ্রীলঙ্কা জিতলে কী ঘটবে?
-
শ্রীলঙ্কার পয়েন্ট হবে ২
-
পাকিস্তান থাকবে ০ পয়েন্টে
-
আগামীকাল (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ যদি ভারতকে হারায়, তাহলে পয়েন্ট হবে ৪
-
তখন ফাইনালে বাংলাদেশের সঙ্গে জায়গা করে নিতে পারবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার জয়ী দল
এক্ষেত্রে বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা হবে প্রায় নিশ্চিত, কারণ জয় পেলেই তারা থাকবে শীর্ষে।
পাকিস্তান জিতলে কী হবে?
-
পাকিস্তান পাবে ২ পয়েন্ট, শ্রীলঙ্কা থাকবে শূন্যে
-
বাংলাদেশকে তখন ফাইনালে যেতে হলে ভারত ও পাকিস্তান—উভয়কেই হারাতে হবে
-
এর মধ্যে একটিতেও হারলে সমান পয়েন্ট নিয়ে পড়তে হবে নেট রান রেটের লড়াইয়ে
এটি বাংলাদেশের জন্য বেশ জটিল এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করবে।
আজকের ম্যাচে শ্রীলঙ্কার জয় বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি লাভজনক। এতে আগামীকাল ভারতের বিপক্ষে জয় পেলেই টাইগারদের ফাইনাল নিশ্চিত হবে।
তবে শেষ পর্যন্ত নিজেদের পারফরম্যান্সই মুখ্য। ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে জিততেই হবে—সেটি পাকিস্তান হোক বা ভারত, দুই দলকেই হারানোর প্রস্তুতি রাখতে হবে।
এশিয়া কাপের এই পর্বে দলগুলোর পয়েন্ট সমান হয়ে গেলে নেট রান রেট হতে পারে গুরুত্বপূর্ণ। তাই শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জয়ও জরুরি।