
মার্কিন ডানপন্থী তরুণ নেতা চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কংগ্রেসের কাছে অতিরিক্ত ৫৮ মিলিয়ন ডলার বরাদ্দের অনুরোধ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) একটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসন আইনপ্রণেতাদের সুরক্ষার জন্যও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
গত বুধবার উটাহের ওরেমের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় ৩১ বছর বয়সী কার্ককে গুলি করে হত্যা করা হয়। রক্ষণশীল এই তরুণ নেতা প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক ছিলেন।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন কার্ক। তিনি বারবার ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার বিরোধিতা করেছেন এবং গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়েছেন।
হত্যাকাণ্ডের সন্দেহভাজন ২২ বছর বয়সী টাইলার রবিনসনকে ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় আটক করা হয়। তার বাবা তাকে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। তারা বাবা জানিয়েছেন, ছেলে তার এই কাজের কথা স্বীকার করেছে।