
সিলেট টেস্টের প্রথম দিনে আয়ারল্যান্ডের ব্যাটসম্যান কেড কারমাইকেলের দিকে বল ছুড়ে মেরে শাস্তি পেয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা। ঘটনা ঘটে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের ২৭তম ওভারে। বল ধরার পর ফলো থ্রুর সময় নাহিদ অযথা বলটি কেড কারমাইকেলের দিকে ছুড়ে মারেন। এতে বল গিয়ে লাগে তার প্যাডে, যদিও তিনি ক্রিজের ভেতরেই ছিলেন।
আইসিসি ঘটনাটি ‘লেভেল-১ আচরণবিধি লঙ্ঘন’ হিসেবে চিহ্নিত করেছে। নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড় প্রতিপক্ষের দিকে বা কাছাকাছি বিপজ্জনকভাবে বল বা কোনো ক্রিকেট সামগ্রী ফেলতে পারবেন না। লেভেল-১ লঙ্ঘনের ক্ষেত্রে সাধারণত খেলোয়াড়কে সতর্ক করার পাশাপাশি সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফি ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হয় এবং ২ ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়।
নাহিদের ক্ষেত্রে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ‘ম্যাচ ফি ২৫ শতাংশ কেটে দেন’ এবং তার শৃঙ্খলার রেকর্ডে ১ ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। আইসিসি জানিয়েছে, নাহিদের এটি গত ২৪ মাসের মধ্যে প্রথম অপরাধ। অভিষিক্ত এই ২৩ বছর বয়সী ফাস্ট বোলার নিজের দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের দুই আম্পায়ার স্যাম নোগাইস্কি ও এহসান রাজা, টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ম্যাচ রেফারির কাছে আনে। পরে বিষয়টি তদন্ত করে নাহিদের শাস্তি কার্যকর করা হয়।
আইসিসি বিবৃতিতে জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম ও আচরণবিধি লঙ্ঘন রোধ করাই আমাদের মূল লক্ষ্য। খেলোয়াড়দের নিরাপদ ও সুশৃঙ্খল ক্রিকেট নিশ্চিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।