
ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলার নিয়ে আগামী ডিসেম্বরে ঢাকায় তিন ম্যাচের সিরিজ এএফবি লাতিন-বাংলা ফুটবল টুর্নামেন্ট হবে সেটি আগেই জানিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান এএফবি প্রমোশন ইন্টারন্যাশনাল। ১১ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে ব্রাজিলের সাবেক তারকা কিংবদন্তি ফুটবলার কাফু মাঠে থাকবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়েছিল আর্জেন্টিনা থেকেও একজন সাবেক তারকা ফুটবলার আসবেন। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে আর্জেন্টিনার ক্যানিজিয়া বাংলাদেশে আসবেন। তিনি চুক্তি স্বাক্ষর করেছেন এএফবি বক্সিং প্রতিষ্ঠানের সঙ্গে। কাফু এবং ক্যানিজিয়া দুই জনই একসঙ্গে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা।
আর্জেন্টাইন তারকা ক্যানিজিয়া বিশ্বকাপ ফুটবলের বড় তারকা। আর্জেন্টাইন এই ফুটবলার বাংলাদেশের দর্শকের কাছেও ছিলেন খুব জনপ্রিয়। স্টাইলিস্ট এই ফুটবলার বিশ্বকাপ ফুটবলে গোল করেছেন, আর্জেন্টিনাকে জিতিয়েছেন। বাংলাদেশের ফুটবল দর্শকের কাছে ক্যানিজিয়া এখনো অন্য এক স্থানে রয়েছেন।
ক্যানিজিয়ার সঙ্গে চুক্তি হয়েছে এএফবি বক্সিং প্রতিষ্ঠানের মধ্যে। কিন্তু তার ভিডিও না আসা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে চাচ্ছিল না আয়োজক। ক্যানিজিয়া তার ভিডিওতে জানিয়েছেন তিনি বাংলাদেশে আসছেন।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের দিন কাফু ও ক্যানিজিয়াকে মাঠে দেখবেন বাংলাদেশের দর্শক। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠান। ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়াও টুর্নামেন্টে তৃতীয় দল হিসেবে বাংলাদেশ থেকে একটি দলের খেলার কথা বলা হয়েছে। সেই দলটি এখনো নির্ধারণ হয়নি। আয়োজকরা ভাবছেন কোনো ক্লাব ফুটবল দলকে নেওয়া যায় কি না, তা নির্ভর করছে বাফুফের ওপর।