
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এই সামরিক আগ্রাসনকে ‘কাতারের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন, পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের নীতির পরিপন্থী’ বলে বর্ণনা করেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ এই বেআইনি ও অপ্রীতিকর আক্রমণের মুখে ভ্রাতৃপ্রতিম কাতারের সরকার ও জনগণের সঙ্গে দৃঢ় সংহতি প্রকাশ করছে।
এতে বলা হয়, এই ঘটনা ইসরায়েলের আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নিয়মের প্রতি অব্যাহত অবজ্ঞার আরেকটি প্রমাণ। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টাকে ব্যাহত করে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের প্রতি সম্মান বজায় রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাই।
এর আগে ৯ সেপ্টেম্বর দোহায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরেই ইসরায়েল দাবি করে, তারা হামাস প্রতিনিধিদের ওপর আক্রমণ করেছে।
আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় দেশের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে দোহার পরিস্থিতি শান্ত রয়েছে।