
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ মানে টানটান উত্তেজনা ও বাড়তি রোমাঞ্চ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচকে ঘিরে খেলোয়াড় থেকে শুরু করে ক্লাব কর্মকর্তা কিংবা সাধারণ দর্শক, সব মহলে কাজ করে বাড়তি উত্তেজনা। খেলার মাঠে যেমন কেউ কাউকে ছাড় দেয় না বিন্দু পরিমাণ, তেমনি ভাবে কথার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি না। মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’কে কেন্দ্র করে ম্যাচের দুই-তিন দিন আগে থেকে চলা বাগযুদ্ধের অবসান হবে ম্যাচের খেলার মধ্যে দিয়ে।
সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় আজ রাত ৯টা ১৫ মিনিটে মাঠে নামবে দুই দল। তবে ম্যাচের উত্তাপ শুরু হয়েছে খেলা শুরুর ৭২ ঘণ্টা আগে থেকে। বার্সা বয় লামিনে ইয়ামালের এক মন্তব্য থেকে। রিয়াল মাদ্রিদ রেফারিদের সিদ্ধান্তের সুবিধাভোগী বলে অভিযোগ করেছেন ১৮ বছর বয়সী এই তারকা। সেই সঙ্গে স্পেনের রাজধানীর এই ক্লাব ‘চুরি করে, আবার অভিযোগও করে’-বলে অভিযোগ করেছিলেন ইয়ামাল। বার্সা তারকার এমন মন্তব্যের বিপরীতে রিয়াল ডিফেন্ডার দানি কারভাহাল ইয়ামালকে ‘স্টুপিড’ ও তার মধ্যে সম্মানের অভাব আছে বলে ক্ষোভ প্রকাশ করেন।
তবে বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা মোটামুটি নিশ্চিত যে, তার দল বার্নাব্যুকে নিস্তব্ধ করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফিরবে। তিনি বলেন, ‘বার্নাব্যুতে আমরা জিততে যাচ্ছি। আমার কথা মনে রেখো।’ লাপোর্তার এত আত্মবিশ্বাস নিয়ে কথা বলার অবশ্য যৌক্তিক কারণ আছে। কেননা সবশেষ পাঁচ এল ক্লাসিকোতে শতভাগ জয় কাতালানদের। যেখানে রিয়ালের জালে ১৮টি গোল দিয়েছে বার্সা এবং কাতানালদের জালে ৮ বার বল জড়াতে পেরেছিলেন ভিনিসিয়ুস-এমবাপ্পেরা।
যদিও আজকের ম্যাচে বার্সার মাথাব্যথার কারণ হতে পারে, কোচ হ্যান্সি ফ্রিকের অনুপস্থিতি। লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া বার্সা কোচ তিনবার আপিল করেও কোনো লাভ হয়নি। জার্মান মাস্টারমাইন্ডের জায়গা আজ বার্সার ডাগআউট সামলাবেন সহকারী কোচ মার্কাস সর্গ। এছাড়াও দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদন অনুযায়ী, আরও একমাস মাঠের বাইরে থাকতে হবে রাফিনিয়াকে। গতকাল দলের সঙ্গে অনুশীলনেও দেখা যায়নি এই ব্রাজিলিয়ান তারকাকে।
অন্যদিকে রিয়ালের জার্সি গায়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এল ক্লাসিকোকে কেন্দ্র করে সমর্থকদের উদ্দেশ্যে ফরাসি তারকার বার্তা, ‘আমরা শুধু খেলতে চাই না, আমরা জিততে চাই।’ তবে মার্কাস র্যাশফোর্ড জানান, তারা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে তাহলে বার্সার জন্য দুর্দান্ত একটি রাত হবে।’
যদিও বর্তমানে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে জাবি আলোনসোর দল। লস ব্লাঙ্কোদের ২৪ পয়েন্টের বিপরীতে কাতালনাদের পয়েন্ট ২২। আজকের ম্যাচ যে দল জিতবে, তারাই লা লিগায় পয়েন্ট টেবিলে আধিপত্য বিস্তার করবে। ফ্লিক শিকার করেছেন, গেল মৌসুমের মতো চলতি মৌসুমে ধারাবাহিক নয় তার দল। তিনি বলেন, ‘আমরা গত মৌসুমের চেয়ে ভিন্ন পরিস্থিতিতে আছি। তবে আমি সবসময় ইতিবাচকভাবে চিন্তা করি। আমরা দেখিয়েছি যে আমরা মাদ্রিদে জিততে পারি।’