
জাতীয় দলে খুব বেশি দিন হয়নি তার আগমন। তবে হাতে বল উঠলেই বোঝা যায়, আলাদা কিছু আছে এই তরুণের মধ্যে। মিরপুরে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সম্ভাবনাটাকেই বাস্তব করলেন রিশাদ হোসেন। তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। যা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অর্জন।
দেশের হয়ে ওয়ানডেতে প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ‘ফাইফার’ পেলেন এই লেগি। গতকালের আগে মোট ১১টি ওয়ানডে ম্যাচ খেলেছিল রিশাদ। সেই ১১ ম্যাচে উইকেট শিকার করেছেন ১০টি। সেরা বোলিং ছিল ৩৭ রানে ২ উইকেট।
গতকাল উইন্ডিজদের বিপক্ষে এক ম্যাচেই রিশাদ শিকার করেছেন ফাইফার। নিখুঁত লাইন ও ভ্যারিয়েশনে একাই ধসিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৯ ওভার বল করে ৩৫ রান দিয়ে একাই ৬ উইকেট নিয়েছেন তিনি।
একদিনের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ ফাইফার নিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। ১১৪ ম্যাচ খেলে ৫টি ফাইফার নিয়েছেন কাটার মাস্টার। ৪টি করে ফাইফার নিয়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান।