
নবমবারের মতো পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয় করলেও ট্রফি গ্রহণের মুহূর্তে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি ম্যাচশেষে ট্রফি নিজের সঙ্গে নিয়ে স্টেডিয়াম ছাড়ায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ক্ষুব্ধ হয়েছে।
রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারত পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে। কিন্তু ট্রফি প্রদান পর্বে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার সতীর্থরা প্রকাশ্যে নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন। এর পরেই নাকভি ট্রফি ও পদক নিয়ে স্টেডিয়াম ত্যাগ করেন। ফলশ্রুতিতে জয় সত্ত্বেও ভারতীয় খেলোয়াড়রা হাতে ট্রফি তুলতে পারেননি।
বিসিসিআইর সচিব দেবজিত শইকিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমরা ইচ্ছে করেই এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে রাজি হইনি। তবে তার কোনো অধিকার নেই ট্রফি ও মেডেল নিয়ে যাওয়ার। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ক্রীড়াসুলভ আচরণ নয়। আমরা আশা করি, শিগগিরই ট্রফি ও পদক ফেরত দেওয়া হবে।’
শইকিয়া আরও জানান, ‘নভেম্বরে দুবাইয়ে আইসিসি সম্মেলন বসবে। সেখানে আমরা নাকভির এই আচরণের বিরুদ্ধে শক্ত ও গুরুতর প্রতিবাদ জানাব।’ এর মাধ্যমে ভারত আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ দাখিল করবে।
এশিয়া কাপজুড়ে নাকভিকে ঘিরে একের পর এক বিতর্ক দেখা গেছে। কখনো হ্যান্ডশেক বিতর্ক, কখনো ম্যাচ রেফারি ডেভিড পাইক্রফটকে সরানোর দাবি, আবার কখনো ভারতীয় সমর্থকদের ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট—সব জায়গাতেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
ফাইনালে ভারতের জয় এসেছে কুলদীপ যাদবের ঘূর্ণি ও তিলক ভর্মার অপরাজিত হাফসেঞ্চুরির মাধ্যমে। ভারতের দল নির্ধারিত ওভারের আগেই লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে। এ জয় সত্ত্বেও ট্রফি বিতর্কের কারণে ভারতীয় ক্রিকেটের আনন্দ মুহূর্তে ছাপ ফেলা বিতর্ক ছড়িয়েছে।