
শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে পরিসংখ্যান যতই বাংলাদেশের বিপক্ষে হোক না কেন, এশিয়া কাপে তাদের নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ দেখছেন না তাসকিন আহমেদ। জাতীয় দলের এই পেসার মনে করেন, সাম্প্রতিক সিরিজ জয় দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।
এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, ‘আমার, দলের সবার প্রত্যাশা চ্যাম্পিয়ন হওয়া—এটাই মূল লক্ষ্য। আমরা তো শুধু অংশ নিতে যাচ্ছি না, জয়ের লক্ষ্যে যাচ্ছি। আল্লাহর রহমতে সবশেষ তিনটা সিরিজই জয় পেয়েছি, যা আমাদের আত্মবিশ্বাস দেবে।’
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে যেতে হলে বাংলাদেশকে হারাতে হবে অন্তত দুটো প্রতিপক্ষকে।
তাসকিন বলেন, ‘টি-টোয়েন্টি খেলায় অনেক অনিশ্চয়তা থাকে। দেখবেন ছোট দলও অনেক সময় বড় দলকে হারায়। তবে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। অতীতে আমরা ফাইনাল খেলেছি, এখন শুধু চ্যাম্পিয়ন হওয়া বাকি—এবার সেটাও হবে ইনশাআল্লাহ।’
বাংলাদেশ এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে (জুলাই ২০২৫), আফগানিস্তানের বিপক্ষে, নেদারল্যান্ডসের বিপক্ষে। এই ধারাবাহিকতা দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বলে মনে করছেন তাসকিন।
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ সূচি: