
তিব্বতের পূর্ব পাশে মাউন্ট এভারেস্ট এলাকায় তীব্র তুষারঝড়ের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। এর ফলে প্রায় ১ হাজার পর্যটক ও অভিযাত্রী সেখানে আটকা পড়েছেন।
রোববার (৫ অক্টোবর) স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারদকারী দলগুলো অঞ্চলের প্রবেশপথ পরিষ্কার করার কাজ করছেন।
জিমু নিউজের এক প্রতিবেদন অনুসারে, তুষারপাতের কারণে ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় অবস্থিত এই এলাকার প্রবেশপথ পরিষ্কারের জন্য শত শত স্থানীয় গ্রামবাসী এবং উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। পাহাড়ে থাকা কিছু পর্যটককে ইতোমধ্যেই নামিয়ে আনা হয়েছে।
স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানির অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত নোটিশ অনুসারে, শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় তুষারপাত শুরু হয়েছিল এবং শনিবার অব্যাহত ছিল। ফলে শনিবার রাত থেকে টিকিট বিক্রি এবং এভারেস্ট সিনিক এরিয়ায় প্রবেশ স্থগিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সীমান্তের ঠিক ওপারে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ কারণে শুক্রবার থেকে রাস্তা বন্ধ, সেতু ভেসে গেছে এবং কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ভারতের সীমান্তবর্তী পূর্ব ইলাম জেলায় পৃথক ভূমিধসে ৩৫ জন নিহত হয়েছেন। বন্যার পানিতে ভেসে যাওয়ার পর ৯ জন নিখোঁজ এবং দেশের অন্যান্য স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।